চক্রাকারে দোল খাওয়ার দোলনার নাম নাগরদোলা। এটি গ্রামের মেলাগুলোতেই বেশি দেখা যায়। বাংলা নববর্ষ, চৈত্রসংক্রান্তিসহ সর্বজনীন উৎসবগুলোতে নাগরদোলার আসর বসে। পার্কগুলোতে বিভিন্ন রাইডের পাশাপাশি রয়েছে আধুনিক মানের নাগরদোলা।
নাগরদোলায় দোলনার মতো বেশ কিছু আসন থাকে। আরোহীরা বসার পর এটি ঘোরানো হয়। মেলায় আসা শিশুদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম এটি। ছোটদের সঙ্গে বড়দেরও অনেক সময় নাগরদোলায় চড়তে দেখা যায়।
নাগরদোলা শক্ত কাঠ বা লোহার পাত দিয়ে বানানো হয়। শক্ত খুঁটির সঙ্গে কয়েকটি ডানা যুক্ত থাকে। প্রতিটি ডানার মাথায় আসন বসানো হয়। সেগুলো যাতে ঠিকঠাক ঘুরতে পারে, তার জন্য বিয়ারিং যুক্ত করা হয়। আসনগুলোতে হাতল থাকে, যাতে আরোহীরা পড়ে না যায়। দৃষ্টি কাড়তে নাগরদোলাকে নানা রঙে সাজানো হয়।
Nagardola is name of a swing. It is more common in Bangladesh village fairs. Nagardola is held in public festivals including Bengali New Year.
Nagardola has several seats like a cradle. It is rotated after the riders sit down. It is one of the means of entertainment for the children who come to the fair. Adults, as well as children, are often seen riding in the merry-go-round.